খেলাধুলা

ভুল শুধরে আগামী বিশ্বকাপে চোখ তামিমের

ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ শেষ না করেই দেশে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ইনজুরি নিয়ে তিনি ফিরে এলেও আলোচনায় ছিল সিরিজে বাংলাদেশের চরম ব্যার্থতা! দেশে আসার পর সেই ব্যার্থতা ভুলে দ্রুত ঘুরে দাঁড়ানোর কথা বললেন তামিম ইকবাল। নাহলে দলের জন্য ক্ষতিকর কিছুরও শংকা প্রকাশ করেছেন তিনি।

Advertisement

আজ (মঙ্গলবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে এ শংকার কথা প্রকাশ করেন তিনি।

ব্যার্থতার হতাশা থেকে বের না হতে পারলে দেশের বাইরের টূর্নামেন্টগুলো কঠিন হবে বলেও মনে করেন তিনি। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজের ব্যর্থতা কাটাতে না পারলে দেশের বাইরে যে টুর্নামেন্ট আছে বা দ্বি-পাক্ষিক সিরিজ আছে সেগুলো কঠিন হয়ে যাবে।’

দলের কেউই সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি বলেও স্বীকার করেন এই ওপেনার। তিনি বলেন, ‘সফরে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কেউই পারফর্ম করতে পারিনি। কন্ডিশন একটু ভিন্ন ছিল, চ্যালেঞ্জিং ছিল; কিন্তু আমরা এর চেয়ে ভাল পারফর্ম করতে পারতাম। তবে এটাকে অজুহাত হিসেবে দেখাতে চাই না। দল হিসেবে এবং ব্যক্তিগত হিসেবে আমরা যতটা সক্ষম ততটা খেলেতে পারিনি। যদি দল হিসেবে খেলতে না পারি তাহলে দেশে খেলছি নাকি দেশের বাইরে খেলছি সেটা ভাবনার বিষয় নয়।’

Advertisement

দক্ষিণ আফ্রিকা সফরকে ‘শিক্ষা সফর’ হিসেবেই দেখছেন তামিম। তার মতে, ‘সব কিছু থেকেই মানুষ শিক্ষা নেয়। আমাদের জন্য বড় লার্নিং ট্যুর ছিল এটি। আমাদের যে ভুল ছিল, আমি নিশ্চিত ব্যাটসম্যান-বোলার বলেন, কম-বেশি সবাই বুঝতে পেরেছে। যদি এটা বাজে সফর হিসেবে চিন্তা করে ভুলে যাই তাহলে আমরা কিন্তু উন্নতি করতে পারব না। ভুলগুলোকে হাতে কলমে বের করে সেগুলো শুধরাতে হবে। ২০১৯ বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। সেখানে খেলাও কঠিন হবে আমাদের জন্য। এইসব কিছু মাথায় রাখতে হবে।’

সফরের শুরু থেকে গুঞ্জন ছিল কোচের সাথে তামিমের বোঝাপড়ার সমস্যা হচ্ছে; কিন্তু সাংবাদিকদের কাছে এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন তামিম। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা ক্লিয়ার করার জন্য কিছু একটা তো ঘটতে হবে। মিডিয়াতে তো বোর্ড থেকে চিঠিও গেছে এরকম কোনো কিছু ঘটেনি। আমার জন্য জিনিসটা খুবই হাস্যকর। একটা জিনিস ঘটছে, যেটা ৫ পারসেন্ট হইছে। ওটাকে যদি মানুষ ২৫-৩০ পারসেন্ট বানিয়ে দেয় সেটা মেনে নিতাম। জিনসটা ঘটছে জিরো পারসেন্ট। ওটাকে যদি বানিয়ে দেন ১০০ পারসেন্ট। তাহলে হাসা ছাড়া কোনো কিছু করার নাই। আমার সাথে তার কোনো সমস্যা নাই। তার সাথেও আমার কোনো সমস্যা নাই। জিনিসটা যে কেন চাউর হল এটা দুঃখজনক। হাস্যকর একটা ঘটনা।’

এমএএন/আইএইচএস/এমএস

Advertisement