হেলথ ওয়াচ নামে নতুন একটি ঘড়ি তৈরি করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। রোগীদের এটি খুব কাজে লাগবে বলে জানিয়েছে গুগল। রোগীরা ঘড়িটি পরলে এটা তাদের পালস রেট, হার্টবিট ও তাপমাত্রা পরিমাপ করে ডাক্তারকে তা জানিয়ে দিতে পারবে।গুগল এক্স টিম ঘড়িটি তৈরি করেছে। এই টিমটি গুগলের অ্যাডভান্স রিসার্স ডিভিশন। বর্তমানে ডিভাইসটি পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। এখনি এটি বাজারে ছাড়া হচ্ছে না। এটি ক্লিনিক্যাল রিসার্সের জন্য ব্যবহৃত হবে। গুগল পরিকল্পনা করেছে এ ডিভাইসটি অ্যাকাডেমিক ইন্সটিটিউটের সঙ্গে যৌথভাবে এটি বাজারজাত করবে। এর ফলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে বিক্রির জন্য এটি অনুমোদন পাবে।এআরএস/পিআর
Advertisement