লাইফস্টাইল

চোখ দিয়ে যায় চেনা

কথায় বলে চোখ মনের আয়না৷ তবে নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে চোখ মানুষের স্বাস্থ্যের আয়নাও বটে৷ চোখের রং দেখেই বোঝা যায় মানুষের ব্যথার পরিমাণ কতটা, নেশায় আসক্ত কিনা, কর্ম দক্ষতা কতটা ইত্যাদি৷ আপনিও না হয় নিজের বা সঙ্গীর চোখের রংটা মিলিয়ে নিন৷পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, যে মহিলাদের চোখের রং কালো চোখের তুলনায় হালকা তারা প্রসবের সময় কম ব্যথা অনুভব করেন৷ এছাড়াও এই ধরণের চোখের অধিকারি ব্যক্তিরা অনেকবেশি পরিমাণে অ্যালকোহল খেতে পারেন বা অল্প খেয়েই নেশায় আসক্ত হতে পারেন৷লিভারপুল জন মরেস বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীন অধ্যাপক জানিয়েছেন, জিনের বৈশিষ্ট অনুযায়ী চোখের রং ১২-১৩ ধরণের হতে পারে৷ এই জিনগত বৈশিষ্টের কারণেই প্রত্যেকের আলাদা ব্যক্তিত্ব হয়ে থাকে৷গবেষণা থেকে জানা গেছে, কালো চোখের ব্যক্তিরা খেলাধূলাতে অন্যদের তুলনায় অনেকবেশি পারদর্শী হন৷ এছাড়াও লুইসভিলে বিশ্ববিদ্যালয়ের অপর এক গবেষণায় দেখা গেছে, যাদের চোখের রঙ হালকা তারা কর্মক্ষেত্রে অনেক ধীরগতি সম্পন্ন হন এবং তাদের পড়াশোনাও ধিমে তালে চলে৷

Advertisement