তাজমহল নিয়ে গুঞ্জন যেন থামছেই না। এই ঐতিহাসিক স্থাপত্য নিয়ে একের পর এক গুঞ্জন চলছে। এবার বোমাতঙ্কে তাজমহলে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড। খবর ওয়ান ইন্ডিয়া।
Advertisement
স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৪০ মিনিটে পুলিশের কাছে একটি উড়ো ফোন আসে। এতে বলা হয় তাজমহলে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে তাজমহলে তল্লাশি চালায় পুলিশ এবং সে সময়ই বম্ব স্কোয়াডকেও খবর দেয়া হয়।
তল্লাশি চালানোর জন্য তাজমহলের বাতি নিভিয়ে দেয়া হয় এবং সেখানে ডগ স্কোয়াড আনা হয়। পুলিশ কুকুর দিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পায়নি। পরে রাত প্রায় ১১টার দিকে তল্লাশি শেষ হয়। পুলিশ জানিয়েছে, যে নম্বর থেকে ফোন এসেছিল সেই নম্বরটিতে পরে আর যোগাযোগ করা যায়নি।
এদিকে ভুয়া ফোনে বোমাতঙ্ক ছড়ানোর দিনই কয়েকজন যুবক তাজমহল চত্বরে শিবা চালিসা পাঠ করছিলেন বলে জানিয়েছে পুলিশ। ওই যুবকদের দাবি, তাজমহল তৈরির আগে সেখানে শিবমন্দির ছিল। তারা রাষ্ট্রীয় স্বাভিমান দল ও হিন্দু যুব বাহিনীর সদস্য বলে জানা গেছে। আটক করে থানায় নেয়া হলেও পরে তাদের ছেড়ে দিয়েছে পুলিশ।
Advertisement
টিটিএন/জেআইএম