আইন-আদালত

সিআইডি কর্মকর্তা মেসবাহ উদ্দিনকে হাইকোর্টে তলব

কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া এক ব্যক্তিকে সিআইডি অফিসে নোটিশ দেওয়ার অভিযোগে সাতক্ষীরা জেলার সিআইডি ইনস্পেক্টর (পরিদর্শক) শেখ মেজবাহ উদ্দিনকে তলব করেছেন হাইকোর্ট।

Advertisement

সিআরপিসি আইনের ১৬০ ধারায় সেই ব্যাক্তিকে নোটিশ দেয়ার কারণ ব্যাখ্যা করতে সিআইডি অফিসারকে আগামী ৫ নভেম্বর হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।

একই সঙ্গে, ফৌজদারী কার্যবিধির ১৬০ ধারার অধীনে তদন্ত কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্র সচিব, আইজিপি, খুলনা বিভাগীয় সিআইডি প্রধানসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারী মৎস্য ব্যবসায়ী আব্দুস সামাদগাজীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. উজ্জ্বল হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

Advertisement

গত ২৩ আগস্ট আব্দুস সামাদ গাজী নামের এক ব্যাক্তিতে সিআরপিসি আইনের ১৬০ ধারায় নোটিশ দেয়া হয়। শেখ মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত ওই নোটিশে আব্দুস সামাদ গাজীকে ২৮ আগস্ট খুলনা সিআইডি অফিসে হাজির হতে বলা হয়।

এদিকে আজ (২৪ অক্টোবর, মঙ্গলবার) আব্দুস সামাদ গাজী আইনজীবী মো. উজ্জ্বল এর মাধ্যমে হাইকোর্টে একটি রিট আবেদন করলে আদালত এ আদেশ দেন।

প্রসঙ্গত, ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৬০ ধারায় বলা হয়েছে, 'প্রদত্ত সংবাদ হতে কিংবা অন্য কোনোভাবে যে ব্যক্তি সবিশেষ ঘটনা জানেন বলে প্রতীয়মান হয়, এই অধ্যায়ের অধীন তদন্ত পরিচালনাকারী কোনো পুলিশ অফিসারের লিখিত আদেশ দ্বারা তার নিজের থানার বা পার্শ্ববর্তী থানার এরূপ কেন ব্যক্তিকে তার সম্মুখে হাজির হতে বলতে পারেন এবং এরূপ ব্যক্তি সেই মোতাবেক হাজির হবেন।

এফএইচ/আরএস/একে/আরআইপি/আইআই

Advertisement