সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
Advertisement
মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সংলাপে অন্যান্য কমিশনারসহ ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন।
জানা যায়, সংলাপের জন্য সাবেক ৫ সিইসিকে আমন্ত্রণ জানানো হলেও বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, এটিএম শামসুল হুদা উপস্থিত রয়েছেন। বহুল আলোচিত সাবেক সিইসি এমএ আজিজ ও সদ্য বিদায়ী কাজী রকিবউদ্দীন আহমদ সংলাপে অংশ নেননি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। এরই ধারবাহিকতায় আজকের এই সংলাপ। এ পর্যন্ত ৪০টি দলের সঙ্গে বৈঠক করেছে ইসি। এ ছাড়াও সুশীল সমাজ, সাংবাদিক, নির্বাচনী পর্যবেক্ষক ও নারী নেতৃদের সঙ্গে সংলাপ করেছে ইসি।
Advertisement
দীর্ঘ তিনমাস ধরে এই সংলাপ চলে। আজ মঙ্গলবার সংলাপের শেষ দিন।
এইচএস/এনএফ/জেআইএম