খেলাধুলা

সেই সিরাজ এবার ভারতের জাতীয় দলে

আইপিএলের আগের মৌসুমে ২ কোটি ৬০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়ে আলোচনায় আসেন অটোরিকশাচালক বাবার ছেলে মোহাম্মদ সিরাজ। আইপিএলে দুর্দান্ত খেলে নিজের পারফরম্যান্সে মুগ্ধ করেছেন সবাইকে। এরপর থেকেই স্বপ্ন দেখছিলেন ভারতীয় দলের জার্সি গায়ে দেওয়ার। স্বপ্ন পূরণ হতে চলেছে তার। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন হায়দরাবাদের এই তরুণ ক্রিকেটার।

Advertisement

এদিকে বেশ কিছুদিন ধরে ঘরোয়া ক্রিকেট ও ‘এ’ দলের হয়ে ব্যাটে রানের ফোয়ারা ছুটছিল শ্রেয়াস আইয়ারের ব্যাটে। কিন্তু তারকাবহুল দলে জায়গাই মিলছিল না। সবশেষ নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলেও পূরণ হয়নি আশা। অবশেষে অপেক্ষার অবসান। নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে জায়গা পেয়েছেন এই ব্যাটসম্যান।

আর নিউজিল্যান্ডের বিপক্ষে ধরে মাঠে টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেওয়া আশিস নেহরা আছেন শুধু প্রথম টি-টোয়েন্টির দলে। ১ নভেম্বর ঘরের মাঠ দিল্লির ফিরোজ শাহ কোটলার সেই ম্যাচ দিয়ে দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন নেহরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। তিন ম্যাচের সেই সিরিজের প্রথম দুই ম্যাচের দলও ঘোষণা করেছে ভারত। চোট সারিয়ে ফিরেছেন মুরালি বিজয়। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন অভিনব মুকুন্দ।

Advertisement

টি-টোয়েন্টির ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, মনিশ পান্ডে, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আশিস নেহরা (শুধু প্রথম ম্যাচ)।

টেস্টের ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, মুরালি বিজয়, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার।

এমআর/জেআইএম

Advertisement