খেলাধুলা

হোয়াইটওয়াশের রাতে ক্যাসিনোতে নাসির-তাসকিন-শফিউল!

ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই সীমিত ওভারের ক্রিকেটে সমীহ জাগানোর দল বাংলাদেশ। ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষে সিরিজ জয় তারই জানান দেয়। দেশের বাইরেও এই ফরমেটে টাইগারদের কাছে আশাটা বেশিই ছিল।

Advertisement

তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের পর ওয়ানডেতেও হতাশ করেছে দলটি। কোন প্রকার প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হয়েছে হোয়াইটওয়াশ। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন অসহায় আত্মসমর্পণ তাই স্তম্ভিত করে দিয়েছে পুরো দল ও দেশকে।

কিন্তু নাসির-তাসকিন-শফিউলের কাছে ক্রিকেটের ফল যেন তুচ্ছ! তাই তো হারের রাতে ক্যাসিনোতে যান টাইগার এই তিন তারকা। শুধু তাই নয় রাত ১০টার মধ্যে হোটেলে থাকার যে নিয়ম থাকলেও সেটি মানেন না। আর পুরো ব্যাপারটিই ঘটে ম্যানেজার মিনহাজুল আবেদীনের অগোচরে।

এ নিয়ে ম্যানেজার মিনহাজুল সাংবাদিকদের জানান, ‘আমি তো ওদের জিজ্ঞেস করে জানলাম ওখানে এই মলে ডিনার করতে গিয়েছিল। সেখানে যদি ক্যাসিনো থাকে, ওখান দিয়ে তো যেতেই পারে। তবে আমাকে ওরা বলেছে, জুয়া খেলার মতো কিছু করেনি। আর সেখানে দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স, রাবাদারা ছিল। তাদের সঙ্গে আড্ডা মেরেছে।’

Advertisement

তারা রাত ১০টার মধ্যে হোটেলে ফিরেছেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, ‘আমাকে তো বলেছে, ওরা ১০টার মধ্যেই ফিরেছে।’

তবে ওই ত্রয়ীর কথা যে পুরোপুরি বিশ্বাস করেননি, সেটিও বোঝা যায় তার পরের কথায়। তিনি বলেন, ‘আমি এয়ারপোর্টে ওদের মৌখিকভাবে জিজ্ঞেস করেছি। ব্লুমফন্টেইনে গিয়ে যখন টিম মিটিং হবে, সেখানে এসব নিয়ে তিনজনকে বিস্তারিত জিজ্ঞেস করা হবে।’

এমআর/জেআইএম

Advertisement