জাতীয়

উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের অভিযান

রাজধানীর উত্তরায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার রাজউকের জোন-২ এর অধীনে উত্তরার ১১ ও ১৩ নং সেক্টরের সোনারগাঁও-জনপথ রোডে এ অভিযান চালানো হয়।

Advertisement

অভিযানে প্রায় ২৫টি কাঁচা ও আধা পাঁকা ফার্নিচারের দোকান, খাবার হোটেল, গ্লাসের দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এ অভিযান পরিচালনা করেন।অভিযানে রাজউকের জোন-২ (উত্তরা, টঙ্গী, গাজীপুর) পরিচালক আনন্দ কুমার বিশ্বাস, অথরাইজড অফিসার আশরাফুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজউকের আওতাধীন আবাসিক এলাকায় যেসব প্লট, ভবন, ফ্ল্যাট অননুমোদিত-অবৈধভাবে গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র‌্যাম্প নির্মিত হয়েছে সেসব স্থাপনা-ব্যবহার বন্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজউক।

এএস/এএইচ/আরআইপি

Advertisement