খেলাধুলা

বিপিএলের টাইটেল স্পন্সর আবুল খায়ের স্টিল

এবারও বিপিএলের টাইটেল স্পন্সর হলো আবুল খায়ের স্টিল। আজ (সোমবার) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এ বিষয়ে জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে টাইটেল স্পন্সরসহ লোগো উন্মোচন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে আবুল খায়ের গ্রুপের ডিরেক্টর-ব্র্যান্ড মার্কেটিং নওশাদ করিম চৌধুরী বিপিএল আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আশা করি গতবারের চেয়ে এবারের বিপিএল আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিপিএলে আমাদের সফলতা তখনই হবে, যখন এখান থেকে আমরা ভালো কিছু খেলোয়াড় পাব।’

এ সময় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিপিএলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসায় আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ। চতুর্থ আসরের মতো এ আসরেও তারা আমাদের সঙ্গে আছেন। আশা করি সবার সহযোগিতায় বিপিএলের সফল আয়োজন সম্পন্ন করতে পারব।’

অনুষ্ঠানে নিজামউদ্দিন চৌধুরী সুজন ও নওশাদ করিম চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট মাত্রার পক্ষে ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন এবং কে স্পোর্টসের সিইও ফাহাদ এম এ করিম।

Advertisement

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের জমজমাট পঞ্চম আসর শুরুর তারিখ নিয়ে কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তন করেছিল বিসিবি। পরিবর্তিত সূচি অনুযায়ী বিপিএল শুরুর নতুন তারিখ ৪ নভেম্বর বলে জানানো হয়। সিলেট থেকেই শুরু হবে এবারের বিপিএল।

সিলেটের নতুন ফ্রাঞ্চাইজি সিলেট সিক্সার্সই উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। ১২ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল।

এমএএন/আইএইচএস/আরআইপি

Advertisement