তিন দিনের টানা বর্ষণে বান্দরবান-কেরানীহাট সড়ক প্লাবিত হওয়ার কারণে বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন। বুধবার দুপুরে বান্দরবান-কেরানীহাট সড়কের বড়দুয়ারা নামক স্থানের সড়কপথ প্লাবিত হওয়ায় বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল।বান্দরবানের পুলপাড়া সড়কের ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ার কারণে বান্দরবানের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উক্ত সড়ক পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বর্ষণে জেলার সাঙ্গু ও মাতামুহুরি নদীতে পানি বাড়ার কারণে নিম্নাঞ্চলের কয়েক শত ঘরবাড়ি তলিয়ে গেছে বন্যায়। জেলা শহরসহ আশপাশের এলাকার লোকজন নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছেন।নদী তীরবর্তী ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বাসবাসকারীদের সরে যেতে বান্দরবান পৌরসভা থেকে মাইকিং করে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের জন্য প্রাথমিকভাবে ৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।সৈকত দাশ/এমজেড/আরআই
Advertisement