জাতীয়

সবার আগে বাংলাদেশ : সুষমা

ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ‘প্রতিবেশী আগে, কিন্তু সবার আগে বাংলাদেশ। সোমবার রাজধানীর বারিধারায় ভারতীয় চ্যান্সেরি কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Advertisement

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর আমার কাছে প্রস্তাব আসে কোন দেশে সবার আগে সফরে যেতে চাই। আমি বলি, সবার আগে প্রতিবেশী দেশ বাংলাদেশ সফরে যাব।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে উদ্দেশ্য করে সুষমা স্বরাজ বলেন, তিনি আমাকে দিদি বলেন, আমি তাকে দাদা বলি। সম্পর্কটা এখন পারিবারিক হয়েছে। সম্পর্ক যখন পারিবারিক ও সাংস্কৃতিক হয় তখন সেটা ভিন্ন মাত্রা পায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পররাষ্ট্র সচিব এম শহিদুল হক ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

Advertisement

এইউএ/এআরএস/এমএস