মিজানুর রহমান আরিয়ান গেল ঈদুল আযহায় ‘বড় ছেলে’ টেলিছবি নির্মাণ করে তুমুল আলোচিত হয়েছেন। মধ্যবিত্ত জীবনের গল্প তুলে ধরে তরুণ এই নির্মাতা পেয়েছেন ভূয়সী প্রশংসা। অল্পদিনেই নাটকটি ইউটিউবে কোটি ভিউয়ার্স অতিক্রম করে রেকর্ড গড়ে। টেলিছবির পর এবার তিনি নিয়ে আসছেন ধারাবাহিক নাটক ‘গল্পগুলো আমাদের’।
Advertisement
পাঁচ বছরের ক্যারিয়ারে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান প্রথমবারের মতো নির্মাণ করছেন ধারাবাহিক নাটক। তার প্রথম নির্দেশিত এই ধারাবাহিক নাটকের নাম ‘গল্পগুলো আমাদের’। গতকাল (রোববার) থেকে এই নাটকের শুটিং শুরু হয়েছে।
কী থাকছে ‘গল্পগুলো আমাদের’ ধারাবাহিক নাটকে? জানতে চাইলে আরিয়ান জাগো নিউজকে বলেন, ‘চার প্রজন্মের গল্প ফুটিয়ে তোলা হবে। এর চার প্রজন্মের গল্পে দেখা যাবে হাসান ইমাম-দিলারা জামান, ইন্তেখাব দিনার-নাদিয়া, অপূর্ব-তাসনুভা তিশা ও তামিম-সিফাত কাপলকে।
তিনি আরও বলেন, ‘নাটকে তিন প্রজন্ম ঠিক থাকলেও প্রতি ১৩ পর্ব পরপর নতুন প্রজন্মের গল্প পরিবর্তন হবে। তাদের নানা সঙ্কট, রিলেশনশিপ দেখানো হবে। পরে ১৩ পর্বে অন্য কাপল দিয়ে দেখা যাবে আরেকটি সঙ্কট। ২৬ জন শিল্পীর সমন্বয়ে এই নাটকটি হবে গল্প বহুল। তাই নাম দিয়েছি ‘গল্পগুলো আমাদের’।
Advertisement
‘ব্যাচ ২৭’ নাটকের এ নির্মাতা বলেন, ‘আমার কাছে ধারাবাহিক নাটক বানানোর অনেক প্রস্তাব এসেছে কিন্তু ভালো গল্প না পাওয়া এবং হাতে সময় না থাকায় তা করা হয়নি। এটি একবছর আগে তৈরি করা একটি গল্প। চ্যানেলের সঙ্গে বোঝাপড়া ভালো হওয়ায় বানাচ্ছি।’
আরিয়ান বলেন, ‘আমাদের দেশে খণ্ড নাটকগুলো মানুষ দেখছেন কিন্তু সিরিয়াল কম দেখছেন। মানুষের মুখে মুখে শোনা যায় এমন সিরিয়ালের নাম খুঁজে পাওয়া যাবে না। আমার সিরিয়াল নিয়ে আগে কিছু বলতে চাই না যে, আমারটি এই হবে, ওই হবে। কিন্তু আমি মনে করি, ভিনদেশি সিরিয়াল যারা দেখছে যেখান থেকে দু’জন দর্শকও যদি ফিরে আসেন, তবে আমার কষ্ট সার্থক।’
‘গল্পগুলো আমাদের’ ধারাবাহিক নাটকে থাকবে একটি গান। যেটি লিখছেন এবং গাইবেন মিনার এবং সংগীতায়োজনে থাকছেন সাজিদ সরকার। নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের গল্পে এবং দৃকের পরিবেশনায় এই ধারাবাহিক নাটকের চিত্রনাট্য লিখেছেন অবয়ভ সিদ্দিকি মিডি। শিগগির এনটিভিতে ‘গল্পগুলো আমাদের’ নাটকটি প্রচারিত হবে জানান এ নির্মাতা।
এনই/আরএস/পিআর
Advertisement