আন্তর্জাতিক

জাপানে টাইফুনের আঘাতে ২ জনের মৃত্যু

জাপানে টাইফুন ল্যানের আঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। ল্যানের আঘাতে শিজুওকা এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। টোকিও শহর থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সোমবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে টাইফুনটি আঘাত হানে। খবর বিবিসি।

Advertisement

আবহাওয়া দপ্তর জানিয়েছে, টাইফুনের সময় বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৯৮ কিলোমিটার। প্রচণ্ড শক্তি নিয়ে টাইফুনটি শিজুওকার ওপর আছড়ে পড়েছে।

সোমবার বিমানের প্রায় ৩শ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে রোববার প্রায় ৫শ ফ্লাইট বাতিল করা হয়।

টাইফুনের কারণে বহু যাত্রাবাহী ট্রেন আটকে ছিল। এছাড়া সোমবার সকালে অনেকগুলো ট্রেন সেবা বাতিল করা হয়েছে।

Advertisement

এদিকে রোববার দেশটির সাধারণ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ের এক বছর আগেই এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের মধ্যেই বড় ধরনের টাইফুনের সর্তকতা জারি করা হয়। অনেকেই ঝড় বৃষ্টির কারণে ভোটকেন্দ্রে যেতে পারেননি।

টিটিএন/জেআইএম