তাড়াহুড়া করে ভুলবশত কাউকে মেইল পাঠিয়ে দিয়েছেন? সেটা এখন আর কোনো সমস্যা নয়। এবার জিমেইল, পাঠানো ইমেইল মুছে দেওয়ার নতুন অপশন চালু করেছে। ফলে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইমেইল আদান-প্রদানের ক্ষেত্রে প্রেরক চাইলেই তার পাঠানো ইমেইলটি বাতিল করতে পারবেন। খবর বার্তা সংস্থা এএনআইয়ের।তবে এক্ষেত্রে, পাঠানোর সবোর্চ্চ ৩০ সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তনের কাজটা সেরে ফেলতে হবে এবং প্রেরিত ইমেইল বাতিল করতে হবে। আনডু সেন্ড অপশনটি এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে চালু করেছে গুগল ইনকর্পোরেশন। জিমেইল ব্যবহারকারী যদি আনডু সেন্ড অপশনটি সক্রিয় রাখেন, সেক্ষেত্রে তিনি সেন্ড বাটনে ক্লিক করার ৩০ সেকেন্ডের মধ্যে সেটি বাতিল করতে পারবেন।কতো সেকেন্ডের মধ্যে প্রেরক তার সিদ্ধান্ত বাতিল করতে চান, তা নির্ধারণ করার অপশন থাকছে। তবে সর্বোচ্চ ৩০ সেকেন্ডের বেশি নয় সেটা। অর্থাৎ, প্রেরক মাত্র কয়েক মুহূর্ত সময় পাবেন সিদ্ধান্ত পাল্টাবার। তা সত্ত্বেও, প্রয়োজনীয়তা বিবেচনায় এ অপশনটি ব্যাপকভাবে জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে।জানা য়ায়, টানা ৬ বছর ধরে নানা পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর আনডু সেন্ড অপশনটি সংযোজন করেছে গুগল। জিমেইল সেটিংসে জেনারেল ট্যাবের মধ্যে পাওয়া যাবে আনডু সেন্ড বা প্রেরিত ইমেইল বাতিলের এ অপশনটি। ডিফল্ট সেটিংসে নিষ্ক্রিয় করা থাকে এ অপশনটি। সে কারণে সেটিংসের জেনারেল ট্যাবে গিয়েই সেটা চালু করে নিতে হবে।এসকেডি/আরআই
Advertisement