এশিয়া কাপ হকির শিরোপা জয়ের পর ভারতের অধিনায়ক মানপ্রিত সিং বলেছেন, একটা দল হয়ে খেলতে পারাতেই তাদের এ সাফল্য। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক বলেন,‘এখন বলতে পারি, আমি সুখী এক অধিনায়ক। আমার জন্য অনেক সম্মানের ব্যাপার দেশের নেতৃত্ব দিতে পেরে। শেষটাও হলো আমাদের দারুণ। আসলে আমরা একটা দল হয়ে লড়েছি। আমি মনে করি হকি একটা টিম গেম। আমরা একটা পরিবারের মতো ছিলাম। আমরা উপভোগ করেছি টুর্নামেন্টটা।’
Advertisement
এর আগে লন্ডন ও মালয়েশিয়ায় ভালো করতে পারেনি উল্লেখ করে ভারতের অধিনায়ক বলেন,‘ওয়ার্ল্ড হকি লিগ ও আজলান শাহ ট্রফিতে ভালো করিনি। এ টুর্নামেন্টের আগে সতীর্থদের বলেছিলাম ‘এক সঙ্গে কাজ করতে হবে, সেরাটা দিতে হবে এবং প্রতি ম্যাচে জিততে হবে। প্রতিপক্ষ নিয়ে আমরা মাথা ঘামাইনি। সত্যিকারের একটা দল হয়ে খেলতে পেরেছি বলেই সাফল্য পেয়েছি।’
রোববার ভারতের খেলোয়াড় সাতবীর সিংয়ের জন্মদিন। সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক বলেছেন,‘ওর জন্মদিন ছিল। আমি মনে করি সাতবীরের জন্য এটা স্পেশাল। ট্রফিটা আমরা সাতবীর সিংকে উৎসর্গ করেছি।’
ভারতের ডাচ কোচ সোর্ড মারিনও অনেক খুশি। এমন দিনে নিজের খুশিটা কে ধরে রাখতে পারে? ভারতের কোচও পারেননি। চওড়া হাসিমুখ নিয়েই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন মারিন। ‘সত্যি আমি খুব খুশি। আর এ খুশির পুরোটাই দলের জন্য, ভারতের মানুষের জন্য। ছেলেরা ফাইনালটা সত্যি ভালো খেলেছে। সবাই দায়িত্ব নিয়ে খেলেছে’- বলেছেন ভারতের কোচ।
Advertisement
সুপার ফোরে ৬-২ গোলে ভারত হারিয়েছিলেন মালয়েশিয়াকে, এবার ব্যবধান ২-১। শেষ কোয়ার্টারে মালয়েশিয়া অনেক চাপও সৃষ্টি করেছিল ম্যাচে ফিরতে। তখন কতটা চাপে পড়েছিলেন? ‘শুরু থেকেই বিল্ডআপ ভাল ছিল আমাদের। আমরা তৃতীয় গোল করার অনেক সুযোগ পেয়েছি। চতুর্থ কোর্য়াটারে ওরা একটা সুযোগ পেয়ে একটাই কাজে লাগিয়েছে। স্বাভাবিকভাবেই একটু চিন্তিত ছিলাম। আমাদের ছেলেরা ভালোভাবে রক্ষণভাগ আগলিয়েছে। যেটা আমি চেয়েছিলাম। ম্যাচ কিভাবে জিততে হয় সেটা গুরুত্বপূর্ণ সময়ে ছেলেরা দেখিয়েছে’-ট্রফি জয়ের পর ভারতের কোচ সোর্ড মারিন।
আরআই/আইএইচএস/আরআইপি