জাতীয়

পর্যবেক্ষকদের কারণে ভোট বাধাগ্রস্ত করা যাবে না

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনের সময় পর্যবেক্ষকদের দায়িত্ব পালনকালে ভোট বাধাগ্রস্ত করা যাবে না। এই বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে।

Advertisement

পর্যবেক্ষক সংস্থাকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ধারী কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া যাবে না।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে সিইসি একথা বলেন তিনি।

মতবিনিময় সভায় পর্যবেক্ষক সংস্থার ২৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সিইসি বলেন, যাদের নির্বাচনী দায়িত্বের জন্য পাঠাবেন, তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

Advertisement

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে নেতারা নির্বাচন পর্যবেক্ষদের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। নির্বাচন পর্যবেক্ষকরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন এবং করেন সে বিষয়ে পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, আপনাদের পরামর্শ গুরুত্বসহকারে গ্রহণ করব এবং বিবেচনা করব।

এইচএস/এনএফ/আইআই

Advertisement