খেলাধুলা

শেষ ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টেস্টে সিরিজ ও ওয়ানডের প্রথম দুই ম্যাচেই টস জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তবে ম্যাচের ফলাফলের কোন পরিবর্তন হয়নি। দুই টেস্টের ন্যায় প্রথম দুই ওয়ানডেতেও হেরে যায় মাশরাফি বাহিনী। এবার ওয়ানডেতেও হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তবে শেষ ম্যাচে জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়াতে চায় টাইগার অধিনায়ক। আর ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করবে টাইগার বাহিনী।

Advertisement

এ ম্যাচে তামিম ইকবাল খেলতে পারবে না আগেই জানা ছিল। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সৌম্য। আর প্রথম দুই ম্যাচে ব্যর্থ নাসিরের পরিবর্তে একাদশে মেহেদী হাসান মিরাজ।

প্রোটিয়া একাদশের এসেছে কয়েকটি পরিবর্তন। শেষ ম্যাচে ওপেনার হাশিম আমলার জায়গায় এসেছেন টেম্বা বাভুমা। জেপি ডুমিনিকে বিশ্রাম দিয়ে অল রাউন্ডার আইডেন মারকরামের ওয়ানডে অভিষেক হচ্ছে আর প্যাটারসনের পরিবর্তে ফিরেছেন মালডার।

বাংলাদেশ একাদশসৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

Advertisement

দক্ষিণ আফ্রিকা দলফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), আইডেন মারকরাম, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, টেম্বা বাভুমা, ফারহান বেহারডিন, উইয়ান মালডার, ইমরান তাহির, ড্যান প্যাটারসন, আন্ডিলে ফেহলুকওয়ায়ো, কাগিসো রাবাদা।

এমআর/এমএস