ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এবার চূড়ান্ত পর্বে মাঠে নামার আগে প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি রাখতে চাইছে না দলটি। এরই অংশ হিসেবে আগামী নভেম্বরে বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মেসির আর্জেন্টিনা।
Advertisement
এ ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে কোচ সাম্পাওলি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সার্জিও আগুয়েরো। গত সেপ্টেম্বরে গাড়ি দুর্ঘটনায় পাঁজরে চোট পান আগুয়েরো। এ কারণে আর্জেন্টিনার হয়ে অক্টোবরের ম্যাচগুলো খেলতে পারেননি তিনি। তবে জায়গা হয়নি জুভেন্টাস তারকা হিগুয়েইনের।
আগামী ১০ নভেম্বর রাশিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চার দিন পর মেসিদের পরের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।
আর্জেন্টিনা দল:গোলকিপার: সার্জিও রোমেরো, নাহুয়েল গুসমান, আগুস্তিন মার্চেসিন।ডিফেন্ডার: গাব্রিয়েল মের্কাদো, ফেদেরিকো ফাসিও, হাভিয়ের মাশ্চেরানো, হেরমান পেস্সেইয়া, নিকোলাস ওটামেন্ডি।মিডফিল্ডার: এদুয়ার্দো সালভিও, এমিলিয়ানো রিগোনি, লুকাস বিগলিয়া, লিয়েন্দ্রো পারেদেস, মাতিয়াস ক্রানেভিত্তার, এভার বানেগা, মার্কোস আকুনিয়া, আলেহান্দ্রো গোমেজ, দিয়েগো পেরোত্তি।ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, আনহেল ডি মারিয়া ও মাউরো ইকার্দি।
Advertisement
এমআর/পিআর