জাতীয়

উত্তরায় রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ও ভেজাল বিরোধী অভিযান শুরু

রাজধানীর উত্তরায় রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ও ভেজাল বিরোধী অভিযান শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগীতায় বিআরটিএ ও বিএসটিআই যৌথ উদ্যোগে  উত্তরার রেল ক্রসিং এলাকায় এ অভিযান শুরু হয়েছে।অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। তিনি জানান, লক্করঝক্কর, রুটপারমিটবিহীন ও রেজিস্ট্রেশন ছাড়া চলাচল করছে এমন সব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।অপরদিকে, একই সঙ্গে রমজানে ভোক্তাদের অধিকারের বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে ভেজাল বিরোধী অভিযানও পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।জেইউ/এএইচ/পিআর

Advertisement