টেস্টে হোয়াইটওয়াশের পর প্রথম দুই ওয়ানডে হেরে এবার ওয়ানডেও সেই শঙ্কায় বাংলাদেশ দল। তবে টাইগার অধিনায়ক মাশরাফি মনে করেন, একটি জয়ই দৃশ্যপট পাল্টে দিতে পারে। আর শেষ ম্যাচে দলীয় পারফরম্যান্স ভালো হলে জয় দিয়ে সিরিজ শেষ করতে পারবে বাংলাদেশ।
Advertisement
প্রথম ওয়ানডেতে দশ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে হার ১০৪ রানে। সবচেয়ে বড় কথা কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি টাইগাররা। তবে এর মধ্য থেকেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘শেষ দুই ম্যাচে আমরা যেভাবে খেলেছি ওইভাবে চিন্তা করলে খুব কঠিন। তবে আমি বিশ্বাস করি, আমাদের সামর্থ্য আছে শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর। এর চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলার।’
টি-টোয়েন্টি সিরিজসহ এখনও তিনটি ম্যাচ বাকি বাংলাদেশের। আর এ ম্যাচে নিজেদের সামর্থ্যের ছাপ রাখার এখনও সুযোগ দেখেন মাশরাফি। এ নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘এখনও তিনটি ম্যাচ বাকি। আর সামনের এ ম্যাচগুলোতে আমাদের ভালো করতে একটি জয় প্রয়োজন। একটি জয়ই বদে দিতে পারে সবকিছু।’
চোটের জন্য সফর শেষ হয়ে গেছে তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমানের। তৃতীয় ওয়ানডে সফর শেষে দেশে ফিরে যাবেন কেবল মাশরাফি। ওয়ানডে দলের বাকিরা খেলবেন টি-টোয়েন্টি সিরিজে। ফেরার আগে সতীর্থদের একটি জয় উপহার দিয়ে যেতে উন্মুখ টাইগার অধিনায়ক।
Advertisement
এমআর/এমএস