দেশজুড়ে

খাতুনগঞ্জ-চাক্তাইয়ে পানি ঢুকে পণ্য নষ্ট

টানা বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হয়েছে সারাদেশের মানুষকে। এই বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে চট্টগ্রাম অঞ্চলের নিম্নাঞ্চলও। পানি ঢুকেছে খাতুনগঞ্জ-চাক্তাইয়ের দোকান ও গুদামে।

Advertisement

এতে ভোগ্যপণ্যসহ অনেক পণ্য ভিজে নষ্ট হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, পাইকারি দরে বিক্রীত পণ্য তাৎক্ষণিকভাবে সরবরাহ দেয়ার জন্য তাদের দোকানে প্রচুর পণ্য রাখতে হয়। এ ছাড়া খাতুনগঞ্জ ও চাক্তাই এলাকায় পণ্য মজুদের অসংখ্য গুদাম রয়েছে। জোয়ারের পানি এই বাণিজ্যিক এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও গুদামে ঢুকেছে।

রায়পুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল মনে করছেন, ঘূর্ণিঝড় মোরার কারণে লণ্ডভণ্ড হয়ে যাওয়া বেরিবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করছে।

Advertisement

এনএফ/এমএম