জাতীয়

নতুন সীমান্তচৌকি স্থাপনে সম্মত বিজিবি

ভারত-বাংলাদেশ সীমান্তে  জঙ্গি কার্যক্রম ও পাচার রোধ করতে ত্রিপুরা ও মিজোরামসংলগ্ন এলাকায় অন্তত ৪০টি নতুন সীমানাচৌকি স্থাপনে সম্মত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। খবর এনডিটিভির। বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফের ত্রিপুরা সীমান্তের ইন্সপেক্টর জেনারেল ভোলা নাথ শারমা জানান, বিজিবি কর্মকর্তারা ভারত-বাংলাদেশ সীমান্তের ত্রিপুরা ও মিজোরামসংলগ্ন এলাকায় প্রস্তাবিত অন্তত ৪০টি নতুন সীমানাচৌকি স্থাপনের বিষয়টি তাদের অবহিত করেছেন।ভোলা নাথ বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রস্তাবিত সীমানাচৌকি স্থাপন করা হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সন্ত্রাসবাদের ঘটনা কমবে। ভোলা নাথের দাবি, ত্রিপুরার সশস্ত্র দলগুলোসহ ভারতের অনেক বিদ্রোহী গ্রুপের বেশিরভাগ ঘাঁটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায়।তিনি জানান, ৮-১১ জুন মেঘালয়ের রাজধানী শিলংয়ে বিজিবি এবং বিএসএফ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারসহ অন্যান্য আন্তঃসীমান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে তিনি উপস্থিত ছিলেন।ভোলা নাথ আরো বলেন, বাংলাদেশের এলাকায় যেহেতু রাস্তা কম এবং খুবই ভঙ্গুর।সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম এলাকায় চৌকি স্থাপনের ক্ষেত্রে ভারতীয় রাস্তা ব্যবহার করতে দেয়ার অনুরোধ জানান বিজিবি কর্মকর্তারা। বিজিবির অনুরোধের পরিপ্রেক্ষিতে বিএসএফ কর্মকর্তারা পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এসকেডি/পিআর

Advertisement