শান্তি এবং স্থিতিশীলতার সুরক্ষায় আবারো মিয়ানমারের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশ মিয়ানমারের নিন্দা করলেও এই নিন্দা জানানোর কাতারে যোগ দেবে না বলে জানিয়ে দিয়েছে চীন। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির এক কর্মকর্তা শনিবার এসব কথা বলেছেন।
Advertisement
শান্তি এবং স্থিতিশীলতার সুরক্ষায় মিয়ানমারের প্রতি চীনের সমর্থন রয়েছে। কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উপ-মন্ত্রী জিও ইয়েঝু বলেন, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা এবং শান্তিশৃঙ্খলা পুনঃস্থাপনের পদক্ষেপে সমর্থন রয়েছে বেইজিংয়ের। রাখাইনে নিরাপত্তাবাহিনীর তল্লাশিচৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।
কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপি চলমান জাতীয় কংগ্রেসের ফাঁকে জিও ইয়েঝু সাংবাদিকদের বলেন, ‘রাখাইনসহ এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় মিয়ানমারের পদক্ষেপে সমর্থন রয়েছে চীনের। শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন বুঝতে হবে।’
মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে প্রায় ছয় লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়েছে। কয়েক দশক ধরে সামরিক জান্তা সরকারের অধীনে থাকলেও মিয়ানমারের সঙ্গে সুদীর্ঘ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বেইজিংয়ের। জিও ইয়েঝু বলেন, বহির্বিশ্বের সহায়তা ছাড়াই রাখাইনের পরিস্থিতি নিয়ন্ত্রণে মিয়ানমার সরকারের সক্ষমতা আছে বলে বিশ্বাস করে চীন।
Advertisement
তিনি বলেন, চীন এবং মিয়ানমার বন্ধুপ্রতীম প্রতিবেশি রাষ্ট্র। যাদের সঙ্গে পর্বত এবং নদী সীমান্ত রয়েছে। রাখাইনে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হলে চীনও ক্ষতিগ্রস্ত হবে।
সূত্র : এপি।
এসআইএস/আরআইপি
Advertisement