খেলাধুলা

আজকের ম্যাচেও বৃষ্টির আশঙ্কা

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডেটি শুরু হবে আজ বুধবার বিকেল তিনটায়। কিন্তু প্রথম ও দ্বিতীয় ম্যাচের মতো আজকের ম্যাচেও থেকে যাচ্ছে বৃষ্টির আশঙ্কা।সফরকারী ভারতকে প্রথমবারের মতো বাংলাওয়াশ করার সুযোগ টাইগারদের সামনে। প্রথম দুটি ওয়ানডে জিতে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। ফলে আজকের ম্যাচটি বাংলাদেশের কাছে নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। অন্যদিকে, সম্মান বাঁচাতে বাংলাওয়াশ এড়াতে চাইবে ধোনি বাহিনী। বুধবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘল। সেই সাথে চলছে গুড়িগুড়ি বৃষ্টি। এদিকে আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।প্রসঙ্গত, বৃষ্টির বাধায় প্রথম ওয়ানডেতে এক ঘণ্টা খেলা বন্ধ থাকে। আর দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৭ ওভারে।বৃষ্টির কথা মাথায় রেখেই প্রতি ম্যাচের নির্ধারিত দিনের সঙ্গেই রিজার্ভ ডে ছিল। রিজার্ভ ডে আছে শেষ ম্যাচেও। এখন দেখার বিষয়, টাইগার সমর্থকদের বাংলাওয়াশের সাধে বৃষ্টি আরেক প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় কি-না। এআরএস/পিআর

Advertisement