জাতীয়

১২ ঘণ্টায় শাহজালাল বিমানবন্দরে ২৪ ফ্লাইট উড়তে বিলম্ব

নিম্নচাপের প্রভাবে রাজধানীতে বৃহস্পতিবার থেকে ‘অতি ভারি বৃষ্টিপাত’হচ্ছে। শুক্রবার রাত থেকে বৃষ্টি আরও বেড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল সীমিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়া জলাবদ্ধতার কারণে সড়কে ঠিকমতো চলতে পারছে না যানবাহন। প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়েছে দেশের প্রধান বিমানবন্দরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার মধ্যরাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত মোট ২৪টি ফ্লাইট সময়মত ছেড়ে যেতে পারেনি। বিমানবন্দর সূত্র জানায়, টাইম শিডিউল ব্রেক করে ফ্লাইট দেরিতে ছাড়ার কারণে রানওয়ের রুটিন এলোমেলো হয়েছে। অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে বিমান ছাড়ায় রানওয়ে ব্যস্ত হয়ে পড়ছে। এর প্রভাবে ঢাকায় আগত ফ্লাইটগুলো সময়মতো নামতে পারছে না। আর দেরিতে নামার কারণে ফ্লাইট ঢাকা থেকে উড়ে যেতেও বিলম্ব হয়েছে। বিশ্বের বিমানবন্দরগুলোর ফ্লাইট সূচি পর্যবেক্ষণকারি যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ফ্লাইট স্ট্যাটস ডট কম বলছে, ডিলেইড ফ্লাইটগুলোর মধ্যে হংকংগামী বিসমিল্লাহ এয়ারলাইন্স এক ঘণ্টা ৪৫ মিনিট, হংকংগামী ক্যাথে পেসিফিক এক ঘণ্টা, চীনের গুয়াঞ্জুগামী চায়না সাউদার্নের ফ্লাইট ৪ ঘণ্টা, এমিরেটসের দুবাইগামী ফ্লাইট দেড় ঘণ্টা, জাপান এয়ারলাইন্সের ব্যাংককগামী ফ্লাইট ৫০ মিনিট, হংকংগামী ক্যাথে ড্রাগনের ফ্লাইট এক ঘণ্টা, কুয়েত এয়ারওয়েজের কুয়েতগামী ফ্লাইট এক ঘণ্টা ১৫ মিনিট, জেদ্দাগামী এয়ার এরাবিয়ার ফ্লাইট দেড় ঘণ্টা, দিল্লিগামী এয়ার ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট আড়াই ঘণ্টা, কক্সবাজারগামী রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট ছেড়েছে নির্ধারিত সময়ের ৯০ মিনিট পর। বাকী ফ্লাইটগুলোও কমপক্ষে ৩০ থেকে সর্বোচ্চ ২ ঘণ্টা পর্যন্ত বিলম্বে ছেড়েছে।

Advertisement

তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ইকবাল করিম জাগো নিউজকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট সিডিউলে কোনো বিপর্যয় ঘটেনি। প্রতিদিনই কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব হয়, সেগুলো সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিষয়।

এআর/এএইচ/আরআইপি

Advertisement