বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়ার ভরাডুবির কারণ খুঁজে বের করতে এখন অবিরাম গবেষণা চলছে। কিন্তু স্পষ্ট কথা হল, ধোনি বাহিনীর বিশ্বসেরা টপ ওর্ডার ব্যাটসম্যানরা একদিকে যেমন ২২ গজে শুধু আসা যাওয়াতেই ব্যস্ত ছিলেন, বোলারও একই সঙ্গে ব্যর্থতার নির্দশন তৈরি করেছেন। এদিকে ভারতের মিডল ওর্ডার ভালো অলরাউন্ডারের অভাব সাঙ্ঘাতিকভাবে ভুগেছে।যে তিনজন অলরাউন্ডার হিসেবে দলে ঠাঁই পেয়েছিলেন তাঁদের মধ্যে একজন স্টুয়াট বিনিকে সে রকম ব্যবহারই করা হয়নি। বাকি দু`জন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর পাটেল বাংলাদেশের বিরুদ্ধে চরম ব্যর্থ।কোনও এক রহস্যজনক কারণে বিভিন্ন সফরগুলিতে লাগাতার ব্যর্থ হওয়ার পরেও দলে জায়গাটা পেয়ে যান রবীন্দ্র জাদেজা। গত বছর সেপ্টেম্বরে শেষ বার তাঁর কাছ থেকে একটা ভাল ইনিংস উপহার পেয়েছিল ধোনির দল। তারপর থেকে চলছে ব্যর্থতার খাতা। ব্যাটেতো বটেই, দূরবীন দিয়ে খুঁজেও মনে আসে না জাদেজার উল্লেখযোগ্য কোনও পারফর্ম্যান্স।অন্যদিকে ২০১৪ সালের আইপিএল-এ যতই বাজিমাত করুক না কেন অক্ষর পাটেলের মতি গতি দেখেই বুঝা যাচ্ছে এখনও তিনি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের ক্রিকেটের জন্য প্রস্তুত নন। নয় নয় করে ১৪টি ওয়ানডে খেলা হয়ে গেছে অক্ষরের। সংগ্রহে মাত্র ১৭টি উইকেট। ব্যাটিং অ্যাভারেজ ৬.৮৩।দলের এই পরিস্থিতিতে স্টুয়াট বিনির অন্তত একটা সুযোগ প্রাপ্য ছিল। কিন্তু, দলের থিঙ্ক ট্যাঙ্কের অবশ্য সেই প্রাপ্য নিয়ে মাথা ঘামানোর সময় ছিল না।এদিকে রঞ্জিতে অসাধারণ খেলেও বেশ কিছু নয়া ক্রিকেটাররা এখনও জায়গা করে নিতে পারেননি জাতীয় দলে।এই মুহূর্তে নিজেদেরকে কিছুটা ঝাড়ামাজা করে আন্তর্জাতিক ক্রিকেটের উপযুক্ত করে তুলতে জাদেজা ও অক্ষর পাটেলের উচিৎ ঘরোয়া ক্রিকেটে ফিরে যাওয়া।টিআই
Advertisement