কুর্দিদের পেশমার্গা বাহিনীর সঙ্গে লড়াইয়ের পর কিরকুকের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ইরাকের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর দাবি, শনিবার সকালে তিন ঘণ্টার যুদ্ধে ইরবিলের পার্শ্ববর্তী আলতুন কুপরি শহরও তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে।
Advertisement
কিরকুকের উত্তরে লড়াই চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত যোদ্ধা পাঠাচ্ছিল পেশমার্গা। তবে ইরবিলের দিকে এগিয়ে যাচ্ছিল ইরাকের সেনাবাহিনী। ফলে কিরকুকের উত্তর-পশ্চিম এলাকা থেকে ৪০ কিলোমিটার দূরে আলতুন কুপরি এলাকায় লড়াই চলছিল।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, কেবল ইরবিল শহরে প্রবেশ করেই ক্ষান্ত না থেকে বেসামরিক নাগরিক এবং তাদের সম্পদের নিরাপত্তা দিতে। গত কয়েক দিনের অভিযানে এক লাখেরও বেশি কুর্দি ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। কিরকুকের পার্শ্ববর্তী এলাকা থেকে আল জাজিরার স্টেফানি ডেকার জানান, আহত পেশমার্গাদের হাসপাতালে নেয়ার জন্য ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূরে অনেক অ্যাম্বুলেন্স অপেক্ষমান রয়েছে।
সূত্র : অাল জাজিরা
Advertisement
কেএ/আরআইপি