সোমবার পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। এদিন ভারতসহ সারাবিশ্বের কয়েক কোটি মানুষ দিবসটি উৎসাহ-উদ্দীপনা সহকারে পালন করে। দিবসে যোগ দেয় ভারতের অন্যান্য দফতরের মতো দেশটির রেল মন্ত্রণলায়। তবে যোগ দিবসে যোগ না করে ঘুমিয়ে পড়েন দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু। হয়তো দেশের রেল দফতর নিয়ে চিন্তা থাকায় ঠিক করে রাতে ঘুম হয়নি না তার। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে শবাসন করার সময় ঘুমিয়েই পড়েন তিনি। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার উপকূলী শহর কোচিতে এ ঘটনা ঘটে। স্থানীয় একটি পত্রিকায় ছবি-সহ ঘটনাটি প্রকাশিত হয়। সেখানে লেখা ছিল, রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে যোগ দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে শবাসনের প্রতি তার ভালোবাসাটা বোধ হয় একটু বেশি ছিল। কারণ শবাসনের সময় তিনি রীতিমতো নাক ডাকাচ্ছিলেন।বিজেপির রাজ্য সভাপতি এএন রাধাকৃষ্ণান এবং বিধায়ক হাইবি ইডেন তাকে বেশ কয়েকবার ডাক দেন। তিনি সারা না দেওয়ায় শেষ পর্যন্ত কর্মকর্তাদের মধ্যে একজন গিয়ে তার পা ধরে সামান্য ঠেলা দিয়ে জাগিয়ে দেন। এ খবর টুইটার, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বেশ হইচই পড়ে যায়। কেউ কটাক্ষ করেন, কেউ বা নিছক মজার ছলেই এ ঘটনাকে দেখেন। তবে সুরেশ প্রভু-ই একমাত্র নন, যার উপস্থিতি এই অনুষ্ঠানকে এক অন্য মাত্রা দেয়। ডিএমডিকে প্রধান ও প্রাক্তন অভিনেতা বিজয়কান্ত-ও এই দিনে বেশ হাসির উদ্রেক করার মতো কাজ করেন। যোগ দিবসে যোগ দিলেও আসলে জিনিসটি কী, সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না।উল্লেখ্য, সুরেশ প্রভু ছাড়াও যোগে অংশ নেন অন্যান্য কর্মকর্তরা। রেল প্রতিমন্ত্রী মনোজ সিংহ গয়ায় অংশ নেন এ রকমই একটি শিবিরে। দিল্লির রেল ভবনে প্রায় দেড়শো কর্মকর্তাকে নিয়ে দেড় ঘণ্টা ধরে যোগাভ্যাস করেন রেলবোর্ডের চেয়ারম্যান এ কে মিত্তল। এছাড়া সারা ভারতে রেলের ২৯৫টি প্রশিক্ষণ শিবিরে যোগশিক্ষা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে রেল দফতর থেকে। বিএ/আরআইপি
Advertisement