খেলাধুলা

সেরা দলের কাছেই হেরেছি : অশ্বিন

বাংলাদেশের সাথে সিরিজ হারকে সহজভাবে মেনে নিতে পারছে ভারতের গণমাধ্যম সহ সর্বস্তরের জনতা। নিজেদের ব্যর্থতাকে বড় করে তুলে ধরছেন সবাই। কিন্তু সেই পথে হাঁটতে নারাজ বর্তমানে ভারতের সেরা স্পিনার রবিচন্দন অশ্বিন। জানিয়ে দিলেন সেরা দলের কাছেই হেরেছেন তারা এবং বাংলাদেশ তার উপযুক্ত সন্মান প্রাপ্য।জয়ের সম্পূর্ণ কৃতিত্ব বাংলাদেশকে দিয়ে বলেন, আমার মনে হয় আপনি বাংলাদেশের কৃতিত্ব কেড়ে নিতে পারেননা। তারা খেলেছে, খুবই ভাল খেলেছে। তারা জানে তাদের কি করতে হবে। আমাদের এখানে আবার ফিরে এসে জানতে হবে এখানে কিভাবে লড়াই করা যায়।এরআগে পাকিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। তাই বাংলাদেশের সাথে হারকে লজ্জার কিছু দেখছেননা এই স্পিনার। বাংলাদেশ এখন বদলে যাওয়া দল বলে উল্লেখ করেন তিনি। জানান শুধু তারাই নন ভবিষ্যতে যারা আসবে তারা সবাই বুঝবে এ এক অন্য বাংলাদেশ।আমার মনে হয় না আমরাই প্রথম দল যাদের বাংলাদেশ হারিয়েছে। এর আগেও তারা পাকিস্তানকে হারিয়েছে। সামনে দক্ষিণ আফ্রিকাও আসছে। তারাও তাদের(বাংলাদেশের) পরিবর্তন দেখতে পাবে। তাই আমি মনে করিনা এতে আমাদের অনুতাপ করার কিছু আছে। তারা আমাদের হারিয়েছে, তাদের কাজ করেছে। সেরা দলটি আমাদের হারিয়েছে।বাংলাদেশকে এখন উপযুক্ত সন্মান পাওয়ার যোগ্য। অতিতে না তাকিয়ে বর্তমানকে শ্রদ্ধা করার আহ্বান জানায়ে অশ্বিন বলেন, পুরানো সময় ছাপিয়ে এখন তাদের সময়। তাই প্রতিপক্ষকে সন্মান করতে হবে। আপনি অতিতে ফিরে যেতে পারেননা, এটা তাদের জন্য অপমানজনক হবে।বুধবার বেলা তিনটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।আরটি/এমআর/আরআইপি

Advertisement