দেশজুড়ে

দিনাজপুর বোর্ডে জেএসসি পরীক্ষার্থী ২ লাখ ৩১ হাজার ৯৭৯

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আট জেলার ৩ হাজার ১৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৩১ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। এদের মধ্যে এক লাখ ১২ হাজার ৬৪৩ জন ছাত্র ও এক লাখ ১৯ হাজার ৩৩৬ জন ছাত্রী। আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে এ পরীক্ষা।

Advertisement

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ২ লাখ ২২ হাজার ৮৭০, অনিয়মিত পরীক্ষার্থী ৯ হাজার ১০৫ এবং জিপিএ উন্নয়ন ৪ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে রংপুর জেলায় ৪০ হাজার ৭৭২ জন, গাইবান্ধায় ৩১ হাজার ৩৯৩, দিনাজপুর জেলায় ৪৫ হাজার ২৭৮, লালমনিরহাটে ২০ হাজার ১১৯, ঠাকুরগাঁয়ে ২৩ হাজার ৫২৩, নীলফামারীতে ২৮ হাজার ১৭২, কুড়িগ্রামে ২৬ হাজার ১৫৮ এবং পঞ্চগড় জেলায় ১৬ হাজার ৫৬৪ জন। এবারে ২৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Advertisement

এর আগের বছর ২০১৬ সালে এ বোর্ডের অধীনে ৩ হাজার ১৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ২০ হাজার ৬০৭ জন শিক্ষার্থী ২৫০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১১ হাজার ৩৭২ জন।

জিতু কবীর/এমএএস/আইআই