রাজনীতি

৩৯ কূটনীতিকের সঙ্গে ইফতার করলেন খালেদা

৩৯ জন কূটনীতিকের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ডান পাশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মাদ ও বাম পাশে আমেরিকার রাষ্ট্রদূত মিস মার্সিয়া স্টিফেনস ব্লম বার্নিকাটসহ একই টেবিলে আরো দশজন কূটনীতিককে নিয়ে ইফতার করলেন তিনি।প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন খালেদা জিয়া।এ ইফতারে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ বিষয়ক প্রতিনিধি পেরি ম্যয়্যুদুন, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, ভারতের রাষ্ট্রদূত পংকজ শরণ,  চীনের রাষ্ট্রদূত মিস্টার মা মিং কুয়েনং, নেপালের রাষ্ট্রদূত হারি কুমার শ্রেষ্ঠা, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ. নিকোলেভ, কাতারের রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন আজিজ এম আল মানা, আফগানিস্তানের রাষ্ট্রদূত আব্দুল রহিম, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়ার্ড কিন্স প্রমুখ।ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- জার্মান রাষ্ট্রদূত ড. আলব্রেখত কনজে, জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা, পাকিস্তানের রাষ্ট্রদূত আফরাসয়িব মেহেদী হাশমি কোরায়াশী, কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রুডেন, কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল-দাফায়রি, ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভেইজি,  শ্রীলংকার রাষ্ট্রদূত সারাথ কে. ওয়েরাগোডা, ওমানের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী।বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ,  সাবেক নির্বাচন কমিশনার  বিচারপতি আব্দুর রউফ, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের অধ্যাপক শাহিদুজ্জামান, অর্থনীতিবিদ মাহবুল্লাহ, সাংবাদিক মাহফুজুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদ।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, বেগম সারোয়ারি রহমান, ড. মঈন খান, লে. জে (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, রিয়াজ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।খালেদা জিয়া সাড়ে ৬টায় ওয়েস্টিন হোটেলে পৌঁছে ইফতারের পূর্বে কূটনীতিকদের প্রতিটি টেবিল ঘুরে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের প্রত্যেকের কুশলাদীর খোঁজ খবর নেন।এমএম/একে/আরআই

Advertisement