শিক্ষা

‘স্টুডেন্ট ভিসা দিবস’ পালন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার সেকশন এবং দূতাবাসের এডুকেশনইউএসএ যৌথভাবে আগামী ২৫ জুন ও ৯ জুলাই ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে স্টুডেন্ট ভিসা দিবস পালন করবে। মঙ্গলবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ক্যাম্পাস জীবন ও শিক্ষা সম্পর্কিত বিষয়ে এডুকেশন ইউএসএ’র বিশেষ সেশনে এবং ছাত্র উপদেষ্টাদের দেওয়া ‘প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। অনুষ্ঠান চলাকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের কনস্যুলার সেকশন পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এ সময় ছাত্র-ছাত্রীরা রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করারও সুযোগ পেতে পারেন।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা স্টুডেন্ট ভিসা দিবসের দুই দিনের যে কোনো একদিন ভিসার জন্য আবেদনপত্র জমা দিতে এবং ভিসা সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করতে পারবেন। তবে যেসব শিক্ষার্থী ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পড়ালেখা করতে গিয়েছেন এবং যাদের ভিসা নবায়ন করতে হবে, তারা ‘ড্রপ বক্স’ সুবিধা বা সাক্ষাৎকার ছাড়াই ভিসা লাভ করবেন। কোনো শিক্ষার্থী ‘ড্রপ বক্স’ সুবিধা লাভের যোগ্যতাসম্পন্ন কি না তা জানার জন্য আবেদনকারীরা  www.ustraveldocs.com/bd এ ওয়েবসাইটের ‘Renew My Visa’ চেকলিস্ট যাচাই করে দেখতে পারেন।যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর ভিসা বিষয়ে নিয়মিত তথ্যের আপডেট দিচ্ছে www.travel.state.gov এই ওয়েবসাইটে।এসকেডি/আরআই

Advertisement