‘সোনাবন্ধু’ ছবির নায়ক ডি এ তায়েব নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এই ছবির নাম ‘কাঙাল’। ছবিটি পরিচালনা করবেন বডিউল আলম খোকন। আর এই ছবি দিয়েই নাকি প্রত্যাবর্তন হতে যাচ্ছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের। চলচ্চিত্রপাড়ায় এটাই এখন চমকপ্রদ খবর।
Advertisement
বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে গিয়ে সতত্য পাওয়া গেল ডি এ তায়েব ও নির্মাতা; দুজনের কাছ থেকেই। ডি এ তায়েব বলেন, ‘গত তিনদিন আগে ‘কাঙাল’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ‘সোনাবন্ধু’ ছবি মুক্তির পর সবাই এত প্রশংসা করেছেন যে নতুন কাজের প্রেরণা পেলাম।’
নির্মাতা বদিউল আলম খোকন বলেন, ‘কাঙাল’ ছবিটি আমি পরিচালনা করবো। বর্তমানে ছবির চিত্রনাট্যের কাজ চলছে। ডিসেম্বর মাসে ‘কাঙাল’ ছবির শুটিং শুরু হবে।’
এই ছবির গল্প লিখছেন কাশেম আলী দুলাল। যিনি এর আগে রাজাবাবু, হিরো দ্য সুপারস্টার, মাই নেম ইজ খান, প্রেম কয়েদী, কিস্তিমাত, হারজিৎ ইত্যাদি ছবিগুলোর চিত্রনাট্য লিখেছেন।
Advertisement
নির্মাতা খোকন নায়িকা প্রসঙ্গে বললেন, ‘অপুর সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। চিত্রনাট্যও দেখতে চেয়েছেন। সেটি প্রস্তুত হচ্ছে। চিত্রনাট্য লেখার কাজ শেষ হলে তার কাছে পাঠাবো।’
ডি এ তায়েব বলেন, ‘আমি জেনেছি ‘কাঙাল’ ছবিতে আমার নায়িকা থাকবেন অপু বিশ্বাস। এই ছবির প্রযোজক মনির সিদ্দিকী আমাকে এটাই জানিয়েছেন। অপু চুক্তিবদ্ধ হয়েছেন কি না আমার জানা নেই।’
তবে এ ব্যাপারে জানতে চাইলে অপু বিশ্বাস বিষয়টি উড়িয়ে দিলেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমার কাছে ‘কাঙাল’ ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে সত্যি। তবে সেটি আমি করছি না। কারণ শারীরিকভাবে ফিট হতে আমার আরও সময় লাগবে। তাই আপাতত কোনো সিনেমা করছি না।’
মাঝখানে শাহিরয়াজের সঙ্গেও একটি ছবিতে অপু কাজ করবেন বলে খবর ছড়ায়। সেটি শেষ পর্যন্ত গুজব বলেই প্রমাণ হলো। সে নিয়ে অপু বলেন, ‘আমি ঘোষণা দিয়েছি আবারও সিনেমায় আসবো। এরপর দুই বাংলার অনেক নায়কের সঙ্গেই কাজের প্রস্তাব আসছে। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো গল্প বা চরিত্র আমার পছন্দ হয়নি যেখানে কাজ করে খুব একটা ভালো কিছু হবে। আমি এ মুহূর্তে কিছু ব্যতিক্রমী গল্প-চরিত্রে কাজ করতে চাই যেগুলো দর্শকের মনে দাগ কাটবে।’
Advertisement
তিনি আরও বলেন, ‘অনেকেই মনগড়া আমাকে নায়িকা বানিয়ে ছবির ঘোষণা দিচ্ছেন, নানা মিথ্যে তথ্য ছড়াচ্ছেন। এগুলো ঠিক নয়। আমার সঙ্গে কথা বলে নিশ্চিত না হয়ে কোনো সিনেমার নিউজ না করাই ভালো।’
অপু বিশ্বাসকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিলো ‘রাজনীতি’ সিনেমাতে। বুলবুল বিশ্বাসের পরিচালনায় ছবিটিতে তিনি ছিলেন শাকিব খান ও আনিসুর রহমান মিলনের বিপরীতে। ছবিটি গেল রোজা ঈদে মুক্তি পায় এবং ব্যবসায়িকভাবে সাফল্য অর্জন করে।
এনই/এলএ