আন্তর্জাতিক

রিয়াদের বৈঠকে আবাদিকে চান সালমান

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। দু'দেশের মধ্যকার বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সৌদি-ইরাক সমন্বয় কাউন্সিলের মাধ্যমে সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপারেও বৃহস্পতিবারের ওই ফোনালাপে উভয়ে মত দিয়েছেন।

Advertisement

৭২ ঘণ্টার মধ্যে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে এটা দ্বিতীয়বার ফোনালাপ ছিল বাদশাহ সালমানের। এর আগে গত সোমবার হায়দার আল আবাদির সঙ্গে কথা বলেছেন সালমান বিন আবদুল আজিজ।

বাগদাদে হায়দার আল আবাদির কার্যালয় জানিয়েছে, কাউন্সিলের বৈঠকে উপস্থিত থাকার জন্য আবাদিকে ফোন করেছিলেন সৌদি বাদশাহ সালমান।

রিয়াদে সামনের সপ্তাহে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

সূত্র : সৌদি গেজেট

কেএ/আইআই