মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী জামাত-উদ দাওয়ার প্রধান হাফিজ সাইদের গৃহবন্দীর সময়সীমা আরও ৩০ দিন বাড়িয়েছে পাকিস্তানের একটি আদালত। এই নির্দেশ আগামী ২৪ অক্টোবর থেকে কার্যকর হবে। খবর জি নিউজ।
Advertisement
গত ৩১ জানুয়ারি থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাইদ নিজের বাড়িতে বন্দী অবস্থাতেই রয়েছে। বৃহস্পতিবার হাফিজ সাইদসহ তার চার সহযোগীকে আদালতে আনা হয়।
আদালতের বাইরে তখন জড়ো হয় হাফিজের সমর্থকরা। হাফিজকে দেখে স্লোগান দিতে দিতে তাদের উদ্দেশে ফুল ছুঁড়তে থাকেন তারা। এতে আদালতের বাইরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তিন সদস্যের বিচারপতি আওয়ার আলি, আব্দুল সামি এবং আলিয়া নিলাম বোর্ড বসে হাফিজ এবং তার সহযোগীদের মামলার শুনানিতে। আদালতে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে আদালতে হাফিজ এবং তার চার অনুগামীকে গৃহবন্দীর সময়সীমা আরও তিন মাস বাড়ানোর জন্য আবেদন করে পাঞ্জাব সরকার।
Advertisement
পাকিস্তানের আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে সরকার সর্বোচ্চ ৯০ দিন আটক করে রাখতে পারে। কিন্তু আটকের সময়সীমা বাড়ানোর জন্য আদালত থেকে অনুমতি নিয়ে আসতে হয়। আদালত হাফিজ সাইদের গৃহবন্দীর সময়সীমা একমাস বাড়িয়েছে। তবে বাকি চার সহযোগী আব্দুল্লাহ উবেদ, মালিক জাফর ইকবাল, আব্দুল রহমান, কাজি কাসিফ হুসেনকে এই নির্দেশের বাইরে রেখেছে আদালত। তবে তাদের গৃহবন্দীর মেয়াদ শেষ হয়েছে গত ২৫ সেপ্টেম্বর।
টিটিএন/এমএস