মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পরিবেশ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), যশোর শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। `সেভ দ্যা এনভায়রনমেন্ট, সেভ দ্যা কান্ট্রি, সেভ ইওরসেল্ফ` শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন, যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার। পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ড. সাইবুর রহমান মোল্যার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের সচিব রাশেদুল ইসলাম ও যবিপ্রবির জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আনিছুর রহমান।সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মিলন রহমান/এমজেড/পিআর
Advertisement