খেলাধুলা

জিরুদের গোলে আর্সেনালের জয়

ইউরোপা লিগে টানা তৃতীয় জয় পেল আর্সেনাল। বৃহস্পতিবার ম্যাচের শেষ সময়ে ফরাসি ফরোয়ার্ড জিরুদের করা অসাধারণ গোলে রেড স্টার বেলগ্রেডকে ১-০ ব্যবধানে হারিয়েছে ওয়েঙ্গারের শিষ্যরা।

Advertisement

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে আর্সেনাল। প্রথমার্ধে বেশ কিছু সুযোগও পেয়েছিল ইংলিশ দলটি। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি দলটি।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় গানাররা। কয়েকটি সুযোগও পায় জিরুদ-উইলসশেয়াররা। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন। ম্যাচের ৮০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রেড স্টার বেলগ্রেডের সার্বিয়ান ডিফেন্ডার মিলান রোডিচ। ফলে স্বাগতিকরা পরিণত হয় ১০ জনের দল। এই সুযোগে স্বাগতিকদের রক্ষণে চাপ বাড়ায় আর্সেনাল।

অবশেষে ম্যাচের ৮৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি। প্রতিপক্ষের বক্সের ডান দিকে বল পেলেন থিও ওয়ালকট। ইংলিশ ফরোয়ার্ড জ্যাক উইলসশেয়ারের সঙ্গে ওয়ান-টু খেলে হেডে বল বাড়ালেন অলিভিয়ের জিরুদকে। নিচু হওয়া বলটা ফরাসি ফরোয়ার্ড দারুণ এক ওভারহেড কিকে ওপরের কর্নার দিয়ে পাঠিয়ে দিলেন জালে।

Advertisement

এ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে আর্সেন ওয়েঙ্গারের দল। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাতে বরিসভ। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় রেড স্টার বেলগ্রেড। আর কলোগন এখনো কোনো পয়েন্ট পায়নি।

এমআর/এমএস