মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের একটি বিলাসবহুল হোটেলে আগুনে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন। নিরাপদে সরিয়ে নেয়া গেছে ১৪০ জনের বেশি অতিথিকে।
Advertisement
পর্যটকদের কাছে আকর্ষনীয় এ হোটেলটির একটি বড় অংশ কাঠের তৈরি।
হোটেলটির একজন মার্কিন অতিথি এডরিয়েনে ফ্রিলট স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, তিনি ফায়ার অ্যালার্ম শুনতে পাননি। যখন হোটেলের লোকজন দরজা ধাক্কাধাক্কি করছিল তখন তিনি জেগে ওঠেন। বুঝলাম কিছু একটা সমস্যা হয়েছে। দরজা খুলে ধোঁয়ার গন্ধ পেলাম।
স্থানীয় সময় রাত ৩টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে কীভাবে তা শুরু হলো সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এখনও।
Advertisement
এনএফ/এমএস