বেনাপোলের বড়আঁচড়া সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৯ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিম জাগো নিউজকে জানান, বেনাপোলের বড়আঁচড়া সীমান্তের শালবাগান পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশে আসার সময় বিজিবি সদস্যরা শিশুসহ ১৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করে। এদের বাড়ি খুলনা, নড়াইল, যশোর, বাগেরহাট, পিরোজপুর ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তাইজুর রহমান জাগো নিউজকে জানান, বিজিবি সদস্যরা শিশুসহ ১৬ বাংলাদেশী নারী পুরুষকে আটক করে পোর্ট থানায় সোপর্দ করেছে। অবৈধ পারাপারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে। মো. জামাল হোসেন/এমজেড/আরআইপি
Advertisement