অর্থনীতি

তৃতীয় প্রান্তিকেও গ্রামীণফোনের লাভের ধারা

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোন রাজস্ব আয় করেছে ৩৩২০ কোটি টাকা। এই আয় বিগত ২য় প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেশি।

Advertisement

আয়কর প্রদানের পর ২০১৭ এর ৩য় প্রান্তিকে ৭০০ কোটি টাকা মুনাফা হয়। গ্রামীণফোন ৬ কোটি ৩৯ লাখ গ্রাহক নিয়ে ২০১৭ এর ৩য় প্রান্তিক শেষ করেছে যা আগের প্রান্তিকের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেশি। ডাটা গ্রাহকের সংখ্যা ৩ কোটি হওয়ায় মোট গ্রাহকের ৪৬ দশমিক ৯ শতাংশ ইন্টারনেট সেবা ব্যবহার করছে বলে দাবি করেছে গ্রামীণফোন।

গ্রামীণফোনের সিইও মাইকেল প্যাট্রিক ফোলি বলেন, ‘ভারি বৃষ্টিপাত আর ভয়াবহ বন্যার কারণে এই প্রান্তিক বেশ কঠিন ছিল। গ্রাহক সংগ্রহসহ বিভিন্ন দিকে টেলিকম শিল্প অব্যাহতভাবে খুবই প্রতিযোগিতামূলক ছিল। তা সত্ত্বেও আমরা ডাটা ও ভয়েস খাতে প্রবৃদ্ধি করতে পেরেছি।

তিনি আরও বলেন, এই প্রান্তিকে খুচরা পর্যায়ে সাফল্য ও প্রতিযোগিতামূলক অফারের কারণে প্রায় ৩০ লাখ ডাটা গ্রাহক যুক্ত হয়।

Advertisement

আরএম/ওআর/আইআই