দেশজুড়ে

হাতিয়ায় নদীর পাড় ভেঙে ৩ সহোদর নিহত

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের কেরিং চরের কোল্ড স্টোর বাজারের পার্শ্বে তীব্র নদী ভাঙনে মাটি চাপায় একই পরিবারের ৩ সহোদর নিহত হয়েছেন। ভাঙন অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে হাছান উদ্দিনের ৩ ছেলে রিয়াজ (১১), রিহাদ (৮) ও রাহাদ (৭) মাছ ধরার জন্য বাড়ির পার্শ্বে নদীর পাড়ে দাঁড়ালে মাটি ভেঙে (চাপা পড়ে) নদীতে তলিয়ে যায়। পরে  ৩ ভাইয়ের মরদেহ উদ্ধার করেছেন জেলেরা। এ ব্যাপারে হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল হুদা জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাস্থলের পাশে মোরশেদ বাজার পুলিশ ফাঁড়ি হওয়ায় সেখান থেকে পুলিশ পাঠানো হয়েছে। এদিকে এ মর্মান্তিক দুর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় সাংসদ আয়েশা ফেরদাউস নিহতদের দাফনের জন্য নগদ অর্থ প্রদান করেন এবং পুনর্বাসনের আশ্বাস দেন। এ ব্যাপারে আয়েশা ফেরদাউস জাগো নিউজকে জানান, হাতিয়ার নদী ভাঙন প্রতিরোধে তিনি প্রধানমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর আশ্বাস পেয়েছেন। ফলে অতি দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন বহু ঘর-বাড়ি নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে। দ্রুত নদী ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ করা না হলে চানন্দী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে যাবে। মিজানুর রহমান/এমজেড/পিআর

Advertisement