রাজনীতি

জামায়াতের হরতালে সমর্থন নেই বিএনপির

মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা দুই দিনের হরতালে কোনো প্রকার সমর্থন নেই বিএনপির। দলটির একাধিক শীর্ষ নেতা এ কথা জানিয়েছেন।বিএনপির নেতৃবৃন্দ জানান, জামায়াতে ইসলামী বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল। কিন্তু এটা তাদের দলের নিজস্ব কর্মসূচি। তাছাড়া এই ধরনের ইস্যুতে বিএনপি অতীতেও জামায়াতে ইসলামীর হরতালে সমর্থন দেয়নি। তাই এবারের হরতালে বিএনপি সমর্থন দেবে কিনা তা আপনাদের বিবেচনায় থাকা উচিত।উল্লেখ্য, আপিল বিভাগ থেকে মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর বিরুদ্ধে দেওয়া (আমৃত্যু কারাদণ্ড) রায়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতি ও রোববার দলটি এ হরতাল কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।রায়ের পর দলটির প্রচার বিভাগের সহকারী ইব্রাহীম স্বাক্ষরিত এক বিবৃতিতে ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান দুই দিনের হরতালের কর্মসূচি ঘোষণা করেন।

Advertisement