খেলাধুলা

তৃতীয়বারের মত প্রশ্নবিদ্ধ হাফিজের বোলিং অ্যাকশন

শেষ পর্যন্ত বোধ হয় অলরাউন্ডার সত্তাটাকে বিসর্জন দিতেই হবে মোহাম্মদ হাফিজকে। আন্তর্জাতিক আঙিনায় তৃতীয়বারের মত প্রশ্নের মুখে পড়লো পাকিস্তানী এই অফস্পিনারের বোলিং অ্যাকশন।

Advertisement

আবুধাবিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের পর হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করেছেন ম্যাচ অফিসিয়ালরা। ফলে আগামী ১৪ দিনের মধ্যে আইসিসির অনুমোদিত বোলিং পরীক্ষাগারে পরীক্ষা দিতে হবে পাকিস্তানী এই অলরাউন্ডারকে। তবে ফল আসার আগ পর্যন্ত তিনি বোলিং চালিয়ে যেতে পারবেন।

আবুধাবিতে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে ৩৯ রানে একটি উইকেট নিয়েছেন হাফিজ। এর আগের দুটি ওয়ানডেতেও একটি করে উইকেট নেন বর্ষীয়ান এই অলরাউন্ডার।

৩৭ বছর বয়সী হাফিজ পাকিস্তানের পক্ষে ৫০টি টেস্ট, ১৯৩ ওয়ানডে আর ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরমেট মিলিয়ে অফস্পিন বোলিংয়ে তিনি উইকেট নিয়েছেন ২৩৪টি।

Advertisement

এমএমআর/জেআইএম