অর্থনীতি

ঝিলমিল প্রকল্প : মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকার অবকাঠামোর উন্নয়ন ও সেখানে নির্ধারিত ফ্ল্যাট নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও মালয়েশিয়ার বিএনজি গ্লোবাল হোলডিং-এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার দুপুরে গণপূর্ত মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন এবং বিএনজি গ্লোবাল হোলডিং-এর প্রফেসর ড. এস সাবরিনা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।এ সময় উপস্থিত ছিলেন- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সচিব মো. গোলাম রব্বানী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া, প্রধান স্থপতি আহসানুল হক খান প্রমুখ।সমঝোতা স্মারকের আওতায় মালয়েশিয়ার বিএনজি গ্লোবাল হোলডিং ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকার পানীয় জলের সরবরাহ, পয়ঃনিষ্কাশন এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করবে।একই সঙ্গে ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ, বিল্ড, অপারেট, ওন অ্যঅন্ড ট্রান্সফার ভিত্তিতে এসব কাজ সম্পাদন করা হবে।

Advertisement