অর্থনীতি

যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানি করবে বেক্সিমকো

বাংলাদেশের প্রথম ওষুধ প্রস্তুতকারক কোম্পানি হিসেবে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (ইউএস এফডিএ) অনুমোদন পেয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফলে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রফতানি শুরু করবে দেশের শীর্ষস্থানীয় এ কোম্পানিটি। মঙ্গলবার বেক্সিমকো ফার্মার ইমপ্যাক্ট পিআর অ্যাকাউন্ট ম্যানেজার তৌহিদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ইউএস এফডিএ অনুমোদন পাওয়ার পর ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানি করতে বেশ কয়েকটি ওষুধের জন্য অ্যাব্রিভিয়েটেড নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন (এনডিএ) জমা দিয়েছে। এনডিএ অনুমোদন পেলে যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রফতানি শুরু করবে প্রতিষ্ঠানটি।এর আগে চলতি বছরের ১৯ থেকে ২২ জানুয়ারি বেক্সিমকো ফার্মার টঙ্গীস্থ কারখানার ওরাল সলিড ডোসেজ ফ্যাসিলিটি পরিদর্শন করেন ইউএস এফডিএ প্রতিনিধিরা। এরই প্রেক্ষিতে কোম্পানিটি ইউএস ড্রাগ অথরিটির কাছ থেকে এস্টাবলিশমেন্ট ইন্সপেকশন রিপোর্ট পেয়েছে যেখানে আনুষ্ঠানিকভাবে অডিট নিষ্পত্তির উল্লেখ রয়েছে।ওষুধ উৎপাদন, গুণগতমান, সুবিধা ও যন্ত্রপাতি, উপাদান, উৎপাদন ক্ষমতা, প্যাকেজিং, লেবেলিং এবং ল্যাবরেটরি নিয়ন্ত্রণসহ ৪৮৩টি পর্যবেক্ষণের মাধ্যমে ইউএস এফডিএ এই অনুমোদন প্রদান করে থাকে।বেক্সিমকো ফার্মার এ অর্জন সম্পর্কে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, বাংলাদেশের ওষুধ শিল্পের জন্য এটা দারুণ এক অর্জন। যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রফতানির সুযোগ তৈরিই শুধু নয়, তাদের অনুমোদন লাভ করাও গৌরবের কেন-না তারা নিয়ম-নীতি এবং গুণগতমানের ব্যাপারে অত্যন্ত কঠোর।বেক্সিমকো ফার্মা দেশের নেতৃস্থানীয় ওষুধ রফতানিকারক প্রতিষ্ঠান। ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, তাইওয়ান এবং ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের অনুমোদন রয়েছে কোম্পানিটির।এসআই/বিএ/আরআইপি

Advertisement