একসঙ্গে কাজ করতে গিয়ে সহকর্মীরা অনেকটাই পরিবারের লোকজনের মতো হয়ে যান। কাজের পাশাপাশি আড্ডা, গল্প ইত্যাদির কারণে একে অন্যের অনেকটাই ঘনিষ্ঠ হয়ে যান সহকর্মীরা। তবু আমাদের জানা দরকার, সম্পর্কের রাশটা কখন টেনে ধরতে হবে-১. সহকর্মীদের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক কখনও শেয়ার করবেন না। কারণ এইসব বিষয় নিয়ে শুরু হয় গসিপ। যা আপনাকে মানসিক অস্থিরতায় ভোগাতে পারে।২. নিজের ব্যক্তিত্ব পরিবর্তন করবেন না। স্ত্রী বা স্বামী যদি একই অফিসে কাজ করেন, তাতেও কোনো পরিবর্তন না আনাই শ্রেয়। কারণ, আপনার কেরিয়ার বা সাফল্য হবে ব্যক্তিত্বের ভিত্তিতেই।৩. নিজের গোপনীয়তাগুলো নিজের মধ্যেই রাখতে চেষ্টা করুন। সবচেয়ে ভালো হয়, নিজের মতো করে সহকর্মীদের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করলে। ৪. আবেগ আর ব্যক্তিগত বিষয়গুলোকে পেশা থেকে আলাদা রাখুন। দেখবেন সবার সঙ্গে সম্পর্ক খুব সহজ হয়ে যাবে।৫. ভালো শ্রোতা, একজন ভালো সহকর্মীও। নিজের কথা নিশ্চয় শেয়ার করবেন। তবে অন্য পাশে যিনি বসে আছেন, তিনি যে বোবা নন, মনে রাখা ভালো। এইচএন/পিআর/এসআরজে
Advertisement