রাজনীতি

আ. লীগের জন্ম না হলে পাকিস্তানের দাসত্বে থাকতাম : তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ ও জাতির পিতার জন্ম না হলে আজ আমরা পাকিস্তানের দাসত্বে থাকতাম। কিন্তু আজ অর্থনীতি থেকে শুরু করে সব ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে এগিয়ে আমরা। এমনকি অনেক ক্ষেত্রে ভারত থেকে এগিয়ে  গেছি। যা ওই দেশের প্রধানমন্ত্রী বলেছেন। জাতীয় সংসদে মঙ্গলবার সকালে আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বক্তব্যে একথা বলেন তিনি। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকের সভাপতিত্বে ছিলেন।তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা সমুদ্রসীমা অর্জন করেছি।  ২০৪১ সালের মধ্যে এদেশ উন্নত হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলায় রুপান্তরিত হবে। এসময় আওয়ামী লীগের প্রতিষ্ঠার সাথে জাড়িত বঙ্গবন্ধুসহ সবাইকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।তোফায়েল আরো বলেন, বাঙালির জাতির জীবনে ঐতিহাসিক শুভদিন আজ। ৬৬ বছর আগে ১৯৪৯ সালে এ দিনে মুসলিম লীগের সাম্প্রদায়িক  ও স্বৈরাতান্ত্রিক ধারার রাজনীতির বিপরীতে জন্ম হয় আওয়ামী লীগের। এই দলের জন্মের মধ্য দিয়ে বাঙালি রাজনীতিতে সূচিত হয় এক নতুন ইতিহাস। তোফায়েল বলেন, জাতির জনক বলেছিলেন পাকিস্তান প্রতিষ্ঠার পর হৃদয় দিয়ে উপলব্ধি করেছি পাকিস্তানের জন্ম বাঙালিদের জন্য হয়নি। বাংলার ভাগ্য পরিবর্তন বাঙালিদের হতে হবে।  সেই লক্ষ্য সামনে রেখে ১৯৪৯ সালে ২৩ জুন আওয়ামী গঠনের উদ্যোগ নিয়েছিলাম। কারণ ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে অস্তমিত হয়েছিল বাঙালির স্বাধীনতা। লক্ষ্য ছিল ভাত ও ভাতে জাতিকে ঐক্যবদ্ধ করে বাঙালির ভাগ্য নিয়ন্তা বাঙালির হাতে নেওয়া। বানিজ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সম্পর্কে একদিন যারা বলত বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি আজকে তারা বলেন বাংলাদেশের বিস্ময়কর উত্থান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা সৌভাগ্যবান শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার জাতির পিতার মত লক্ষ্য নির্ধারন করেছেন। এর একটি হল স্বাধীনতার ৫০তম বছর উদযাপনের সময় এ দেশকে  মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করা । দুই  ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করা। এইচএস/এআরএস/পিআর

Advertisement