২৭ বছর পর বাগদাদে অবতরণ করেছে সৌদি বিমান। গত দুই যুগেরও বেশি সময় পর বুধবার প্রথমবারের মতো বাগদাদে সৌদি বিমান অবতরণ করেছে। ইরাকের পরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর সৌদি গ্যাজেট।
Advertisement
ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইন ১৯৯০ সালে কুয়েত আক্রমণ করার পর থেকে প্রতিবেশি দেশ ইরাক ও সৌদি আরবের মধ্যে কোনো বিমান চলাচল করেনি।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম সৌদি বিমানকে স্বাগত জানানো হয়েছে। এতে করে ২৭ বছরের দীর্ঘ বিরতি শেষ হলো। বাগদাদে অবতরণ করা বিমানটি সৌদি কোম্পানি ফ্লাইনাসের বিমান।
এক বিবৃতিতে ফ্লাইনাসের তরফ থেকে জানানো হয়েছে, সৌদি আরব এবং ইরাকের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব বহন করছে বিমানের এই ফ্লাইট।
Advertisement
টিটিএন/আরআইপি