বিনোদন

এবার সালমানের বিরুদ্ধে মানহানি মামলা

গাড়ি চাপা দিয়ে খুনের মামলায় পাঁচ বছরের জেল হয়েছিলো বলিউডের সুপারস্টার সালমান খানের। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। শাস্তি হবার আগেই প্রভাশালী এই নায়কের জামিন হয়ে যাওয়াতে অনেক সমালোচনা হয়েছে ভারতজুড়ে।তবে দু:সময় বুঝি পিছু ছাড়ছে না সালমানের। ঘটনাবহুল ওই মামলার রেশ কাটতে না কাটতেই নতুন করে ফেঁসে গেলেন তিনি। এবার তার বিরদ্ধে ২৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন তারই ছবি ‌‘বীর’র প্রযোজক বিজয় গালানি। প্রযোজকের দাবি, ফিল্ম সংক্রান্ত চুক্তি মানেননি সালমান।গালানির অভিযোগ, তিনি বীর সিনেমার জন্য সালমানের সঙ্গে ১০ কোটি টাকার চুক্তি করেছিলেন। সিনেমা ভালো ব্যবসা দিতে পারলে তিনি সালমানকে আরও ১৫ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার তিন মাস পর সালমান চুক্তিপত্র চেয়ে পাঠান।সালমান বলেন, চুক্তির শর্ত নিয়ে তিনি সম্মত নন। এরপর সালমান সিনে ও টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হন। কিন্তু ওই সংগঠন গালানির পক্ষেই রায় দেয়। পরে সালমান ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হন। এই সংগঠন গালানির বিরুদ্ধে অসহযোগিতার প্রস্তাব আনে।গালানি এই অবস্থায় প্রোডিউসার্স গিল্ডের কাছে আর্জি জানান। গিল্ড গালানির পক্ষেই রায় দেয়। এরপরই সালমানের কাজে তার বদনাম  হয়েছে, এই দাবি করে গালানি মানহানির মামলা দায়ের করেছেন।ক’দিন বাদেই মুক্তি পাবে সালমানের নতুন ছবি ‘বজরাঙ্গি ভাইজান’। এ মুহূর্তে এহেন মামলার ঝামেলায় ভাইজানকে যে ভালোই ভুগতে হবে তা বলাইবাহুল্য।এলএ/বিএ/পিআর

Advertisement